বাঙালীর নিজের ই-কমার্স সাইট “খাঁটিবাঙালী”তে সংশয় প্রকাশ করেছিলেন অনেকেই। তাঁদের কারোর প্রতি আমাদের রাগ নেই বরং স্বাভাবিকভাবেই নিয়েছিলাম ব্যাপারটা আর “বাঙালী অস্মিতায়” ভরসা করেছিলাম, ১৩০০ বছরের পুরানো বাঙালী জাতির অস্মিতায় বিশ্বাস রেখেছিলাম। তার ফল হাতেনাতে পেয়েছি।
লেখার সাথে দেওয়া গ্রাফের দিকে নজর করুন।
আমাদের সাইটে গত ৩০দিনে ৪০০০ জনের বেশি ইন্ডিভিজুয়াল মানুষ ভিজিট করেছেন। যার মধ্যে প্রতিদিনে সর্বোচ্চ ৫৮৫ জন ও সর্বনিম্ন ১১৪ জন আমাদের সাইট ভিজিট করেছেন।
গত একমাসে ২,৯৪,৬২০ বার আমাদের সাইট ভিজিট হয়েছে। এর মধ্যে ভারতবর্ষ থেকে ২,১৯,৪১১ বার USA থেকে ৩৭,৭০৩ বার, সিঙ্গাপুর থেকে ২১৩৩৪ বার, বাংলাদেশ থেকে ২,৬৫১ বার ও আয়ারল্যান্ড থেকে বার ২,৫৯১ বার আমাদের সাইট ভিজিট হয়েছে।
বাঙালী আর্টিজেন, উৎপাদনকারী, উদ্যোগপতি, শিল্পী, কলাকুশলীদের ওপর ভরসা করুন, তাঁদের তৈরি জিনিস কিনুন তবেই বাঙালীর নিজস্ব অর্থনৈতিক বৃত্ত সম্পূর্ণ হবে।
আর হ্যাঁ, আমরা চাই বাঙালী ইয়াং চ্যাপরা অবাঙালী ফার্মে লাথি ঝাঁটা খেয়ে চাকরি না করে আমাদের উদ্যোগের সাথে যুক্ত হয়ে নিজেরাই উদ্যোগপতি হিসাবে গড়ে উঠুক। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অসংখ্য বিজনেস পার্টনার নেব আমরা। আপাতত আমরা হুগলীর কিছু অংশে ও কলকাতার কিছু অংশে বিজনেস পার্টনার নিয়েছি। পরের লক্ষ্য বহরমপুর। যারা আগ্রহী তারা আমাদের সাথে 8017153009 নম্বরে যোগাযোগ করো।