KhantiBangali

একটু অন্যরকম ভাবুন না!

14 scaled - - একটু অন্যরকম ভাবুন না!
বাংলার ক্ষুদ্র উদ্যোগপতি, চাষি, তাঁতি, চারু/কারু শিল্পীদের পাশে দাঁড়ানোর ইচ্ছাতেই খাঁটিবাঙালীর জন্ম। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ও কাজ হারানো মানুষদের এই সময়ে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন গুজরান করতে হচ্ছে। গত লকডাউনের সময় থেকে এই অবস্থার শুরু। এই অবস্থার কিছুটা সুরাহা হতে পারে যদি আমরা কেনাকাটার ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প ও উদ্যোগপতিদের দিকে হাত বাড়িয়ে দিই।
পুজোর আর ১০০ দিনও বাকি নেই, সম্পন্ন মানুষেরা নিশ্চই কেনাকাটা করবেন। ঝাঁ চকচকে মল বা বৃহৎ পুঁজির ব্যবসায়ীদের কাছ থেকে পোশাক না কিনে অনেক সস্তায় প্রান্তিক মহিলাদের শ্রমে আর সৌরিমা এবং শম্পা দুই বোনের ঐকান্তিক প্রচেষ্টা, সৃষ্টিশীলতায় বানানো পোশাক কিনতে পারেন। এতে কিছু দুঃস্থ মহিলার অন্নসংস্থান হবে।
সব পোশাকগুলোর কাজই হ্যান্ডমেড। আর প্রত্যেকটা ডিজাইন দু’এক পিস্ করেই আছে। কোয়ালিটিতে কোনো আপোষ করেন না এনারা।
৫০০ টাকার ওপর কেনাকাটায় ভারতবর্ষের যেকোনো জায়গায় শিপিং ফ্রি। দেখতে ও কেনাকাটা করতে নিচের লিংক ক্লিক করুন।
আসুন না সবাই মিলে কিছু সহ নাগরিকের পাশে দাঁড়াই!
13 - - একটু অন্যরকম ভাবুন না! 15 - - একটু অন্যরকম ভাবুন না! 17 - - একটু অন্যরকম ভাবুন না! 07 - - একটু অন্যরকম ভাবুন না! 10 - - একটু অন্যরকম ভাবুন না! 12 - - একটু অন্যরকম ভাবুন না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *