KhantiBangali

বাঙালির বাণিজ্য দিশা

Master 1 scaled - - বাঙালির বাণিজ্য দিশা

সারা পৃথিবীতে ২২৮ মিলিয়ন মানুষের মাতৃভাষা হলো বাংলা। সেই হিসাবে বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা। জাতি হিসাবে কৃষ্টি, সংস্কৃতি, জীবন যাপনে বাঙালিরা ইউনিক ।

১৩০০বছরেরও বেশি সময় ধরে বাঙালি জাতির বিকাশ হয়েছে। পাঁচ’শ বছরের পুরানো বাংলা সাহিত্য বাঙালি রেনেসাঁর সময়ে ব্যাপকভাবে বিকশিত হয়েছিল এবং জানলে অবাক হবেন এশিয়ার অন্যতম বহুল এবং বিচিত্র সাহিত্যিক ঐতিহ্যের শিরোপা কিন্তু বাংলার মাথাতেই আছে।

স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বাঙালির বঞ্চনা ছাড়া আর কিছু জোটেনি। যে স্বাধীনতার জন্য সবচেয়ে রক্ত ঝরিয়েছে বাঙালি সেই স্বাধীনতাই বাঙালিকে দেশভাগ উপহার দিয়েছে। ক্রমশ পিছিয়ে পড়ছে বাঙালি। যদিও চাঁদ সওদাগর থেকে শুরু করে বোস কর্পোরেশনের আমার বোস পর্যন্ত বাঙালির বাণিজ্যিক যাত্রাপথ বা চর্যাপদ থেকে শঙ্খ ঘোষ পর্যন্ত বাঙালির কৃষ্টি সংস্কৃতির ইতিহাস কিন্তু দীর্ঘ।। আমরা উৎপাদনে আর সৃষ্টিশীলতায় উৎকর্ষ দেখালেও নিজেদের মেলে ধরতে পারছি কম। সেজন্যই khantibangali.com বাঙালি বাংলার চারু/কারু শিল্পী থেকে বাঙালি উদ্যোগপতি সবার জন্য একটা প্লাটফর্ম তৈরী করছে। এখানে সবাই নিজের সৃষ্টি ও উৎপাদনকে মেলে ধরতে পারবেন।

বাঙালি হিসাবে বাঙালির সৃষ্টি দিয়ে ঘর সাজান, বাঙ্গালীর উৎপাদিত দ্রব্য ব্যবহার করুন। বাঙালির অর্থ বাঙালির বাইরে যেতে দেবেন না তাহলেই বাঙালির নিজস্ব অর্থনীতি গড়ে উঠবে।

অর্থনীতিতে এগিয়ে না থাকলে সাংস্কৃতিক কর্তৃত্ব কখনোই সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *