বিশ্বায়নের ঢেউ যখন আছড়ে পড়েছে দিকে দিকে, গড়ে উঠছে শপিং মল, মাল্টি কমপ্লেক্স, ঝাঁ চকচকে নানান সামগ্রী তে ঝলসে উঠছে চোখ, ঠিক তখনই কোনোএক সন্ধ্যায় গ্রাম্য বধুর প্রদীপ দেওয়ার ছবি মনকে বড় নাড়া দেয়। প্রদীপের আলো টিকে উসকে দিয়ে চারিদিক আলোকিত করতে ইচ্ছা হয়। সৌন্দর্য -তা তো আপেক্ষিক। শিল্প সর্বদাই মৌলিক।
গ্রামের পিছিয়ে পড়া অনবদ্য শিল্পী ও বাঙালী র অতি পুরাতন পাট শিল্প কে মিলিয়ে মিশিয়ে নতুন কিছু করে সকলের সামনে তুলে ধরা র সদিচ্ছা থেকে ই শুরু হ’ল ভাবনা চিন্তা। অকৃত্রিম হাতে বোনা বাংলার তসর, তাঁত, শিল্কের ওপর জুটের(পাট) কাজ করে পরীক্ষা নিরীক্ষা চলল। সফল হলাম।জন্ম হ’ল ‘মোহর -ভিনটেজ চার্মস’র । গ্রামের পিছিয়ে পড়া শিল্পী দের সকলের সামনে তুলে ধরা ই উদ্দেশ্য। তাই জুটের সাথে যোগ হ’ল আরও কিছু। সুতোর কাজ, কাঁচ বসানো, হাতে আঁকা, সব ই। কোনো কোনো শাড়ির সাথে রইল ম্যাচিং গয়না, বটুয়া। ‘বুটিক’ তৈরী হ’ল সম্পূর্ণ নিজস্ব মৌলিক ভাবনা নিয়ে।
সকলের শুভেচ্ছা ও শুভকামনায় দল শিল্পীর দক্ষতা মর্যাদা পাবেই এ ধারণা দৃঢ়। তাই ‘মোহর-ভিনটৈজ চার্মস’-র রথ চলতে থাকুক। আসুন সকলে এই রথের দড়িতে টান দিই।
In this millennial era where our world has transformed from small business outlets to glamorous malls, multiplexes and international brands, somewhere the serene glow of clay lamps have disappeared.
*Mohor vintage charms* is a home grown apparel brand narrating tales through silk, cotton and tussar saree. This endeavour is to bring back the pride and presence of Bengal artisans who are struggling to compete with glam and shimmers.
In Mohor vintage charms, we have successfully being able to experiment jute work on sarees and hence retaining the heritage of jute. Alongside we also promote thread work, mirror embellishments, hand paintings and applique work.
We are confident that a humble start will lead us to promote the artisanship of Bengal in national and international level and as wise men say where you support a small business, you support a dream. So let’s all join hands together and #shoplocal