Decoration, Design trends, KhantiBangali, Story of Organic Products

প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক

Babui grass 9 scaled - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক

বাবুই ঘাস, ঘাস পরিবারের অন্তর্গত একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যা চীন, নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ফিলিপাইনের মতো অনেক এশিয়ান দেশে জন্মায়।না এটি sabai grass নামেও পরিচিত।

নেপালে এই ঘাসকে বাবিও বলা হয়।

বাবুই ঘাসের ফাইবার উচ্চ গুণ সম্পন্ন হওয়ায় কাগজ শিল্পেও এই ঘাস ব্যবহৃত হয়। এটি মূলত লেখা এবং মুদ্রণ কাগজ তৈরিতে ব্যবহৃত হলেও এখন এর বহুবিধ ব্যবহার হচ্ছে। সোডা এবং সালফেট প্রক্রিয়া ব্যবহার করে এই ঘাসের পাল্পিং করা হয়।

নেপালে, এটি হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দশাইনে দোলার দড়ি তৈরির জন্য ব্যবহৃত হয়।

বর্তমানে বাবুই ঘাস দিয়ে দড়ি বানিয়ে বিক্রি করেন জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ।

বাবুই ঘাসের শিকড় মাটির অনেক গভীরে থাকে বলে তা ভূমিক্ষয় আটকাতেও সাহায্য করে। ঘাস জাতীয় এই উদ্ভিদ খুব কম জলে চাষ করা যায়। এ জন্য কোনও খরচও হয় না ।

বাবুই ঘাসের মধ্যেও রয়েছে ভেষজ গুণ! রক্তক্ষরণ বন্ধ করতে এই ঘাসের নাকি জুড়ি নেই। সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের তরফে সমীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়ার দাবি করেছেন গবেষকেরা।

বাবুই ঘাসকে অর্থকরী বিকল্প চাষ হিসেবে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বর্তমানে এই ঘাসের দড়ি দিয়ে বহুবিধ ব্যবহার্য জিনিস তৈরী করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ যা বর্তমানে প্লাস্টিকের বিকল্প হিসাবে উঠে আসছে ফলত জঙ্গলমহল এলাকার আর্থ সামাজিক পরিকাঠামোর আমূল পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আপনাদের একটা প্রোডাক্টের ক্রয়কৃত অর্থে বাবুই ঘাসের চাষি থেকে আরম্ভ করে বহু লেবার, ডিজাইনার, কারিগর, ভেন্ডার উপকৃত হবেন যাঁরা এই বাংলারই মানুষ!

মাটির মানুষের হাতে তৈরী হলেও এগুলো দেখতে এলিগ্যান্ট তাই অনায়াসে উপহার হিসাবে এইগুলো দেওয়া যায়!  সরাসরি শিল্পীদের থেকে আসছে বলেই আমাদের পক্ষে এই দামে দেওয়া সম্ভব হচ্ছে।

কেনাকাটা করতে নিচের লিংকে ক্লিক করুন:

khantibangali.com/folk-items-handicrafts/bong

 

Babui grass 1 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক Babui grass 2 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক Babui grass 3 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক Babui grass 4 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক Babui grass 5 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক Babui grass 6 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক Babui grass 7 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক Babui grass 8 - - প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক

 

http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-loptop-bag-2
http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-loptop-bag
http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-bin
http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-hand-bag-%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%98%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%A1-%E0%A6%AC-2
http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-bag-tote-2
http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-hand-bag
http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-bag-tote
http://khantibangali.com/folk-items-handicrafts/natural-fibre-items/babui-grass-bag

2 thoughts on “প্লাস্টিক ছেড়ে প্রাকৃতিক

  1. SRIPARNA MULLICK says:

    আমি নেবো

    1. Dr. Anupam Das says:

      Click the link
      http://khantibangali.com/folk-items-handicrafts/bong

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *